
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে বার্মিজ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।৷ আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।৷ বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত। গতকাল সকালে আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। ততক্ষণে পুড়ে যায় ১০০টির বেশি দোকান।
স্থানীয় সূত্র জানায়, গতকাল টেকনাফ পৌরসভার উপরের বাজারে বার্মিজ মার্কেটে আল আজিজ স্টোর নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১০০ দোকান পুরোপুরি ও দুটি আংশিক পুড়ে যায়।৷ প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। এ সময় দোকানের বেশকিছু পণ্য লুটপাট হয়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক নূর হাফেজ বলেন, ‘আমার দোকানের সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কেননা কিছুদিন আগে সেখানে নতুন ব্যবসা শুরু করেছিলাম। এখন আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছি। এটা আসলে দুর্ঘটনা না পরিকল্পিত ঘটনা তা খতিয়ে দেখা দরকার।’
টেকনাফ বার্মিজ মার্কেটের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস বলেন, ‘এ মার্কেটে ১০০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।’