আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ডাবলিন ওয়েলফেয়ার সোসাইটির ভার্চুয়াল কোরান প্রতিযোগিতার সমাপনি দিনে আজ রবিবার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হলো। সকাল ১১ ঘটিকায় শুরু হওয়া এই অনুষ্ঠান পরিচালনা করেন জনাব সাইফুল ইসলাম সুমন। প্রারম্ভে কোরান পাঠ করে শোনান মোঃ হোসাইন আলী, সুললিত শিশু কণ্ঠে নাশিদ পাঠ করেন আহমেদ হোসেন জারিফ।
সূচনা বক্তব্য প্রদান করেন সোসাইটির প্রেসিডেন্ট জনাব শামসুল হক। ডাবলিন ওয়েলফেয়ার সোসাইটির কার্য্যক্রম তুলে ধরে যারা এবছর কোরান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি জানান, এই কোরান প্রতিযোগিতা এই সংস্থার চলমান একটি কার্য্যক্রম।
ডাবলিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোক্তা এবং পরিচালক জনাব আলমগির হোসেন আয়োজকদের ধন্যবাদ প্রদান করে দুনিয়া এবং আখিরাতে সকলের সফলতা কামনা করেন। তিনি জানান ডাবলিন ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি চ্যারিটি গঠনের স্বপ্ন নিয়ে তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই সংস্থা সকলের কল্যাণে ভূমিকা রাখছে এটা অত্যন্ত আনন্দের। তিনি তার তার সহধর্মিনীর ভূমিকায় তার দুইজন সন্তানের কোরান মুখস্ত করার প্রচেষ্টায় সকলের দোয়া কামনা করেন।
ডাবলিন ওয়েলফেয়ার সোসাইটির একটি সহযোগী সংগঠন পিস মিশন আয়ারল্যান্ডের বর্তমান প্রধান জনাব খন্দকার মইনুদ্দিন তার বক্তৃতায়, ২০২১ সালের কোরান প্রতিযোগিতার আয়োজক এবং অংশগ্রহণকারীদের সফলতা কামনা করেন। তিনি পিস মিশন আয়ারল্যান্ডের মূল উদ্দেশ্য সমাজের মুক্তি এবং নবী মুহাম্মদ সাঃ আঃ ইসলামের শ্বাস্বত বাণী সকলের নিকট পৌঁছে দেয়ার কাজ অব্যাহত রেখেছেন বলে সকলকে অবহিত করেন। তিনি ভ্রাতৃত্ব সমুন্নত রাখার আহবান জানিয়ে দুনিয়া ও আখিরাতের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন
১। ডাঃ জিন্নুরাইন জায়গীরদার,
২। মোহাম্মদ মোস্তফা, প্রাক্তন সভাপতি বাংলাদেশী এসোসিয়েশন অব আয়ারল্যান্ড (বাই),
৩। জনাব আবুল কালাম আজাদ, ডেপুটি মেয়র লিমেরিক কাউন্টি কাউন্সিল,
৪। সাইয়েদ মুস্তাফিজুর রহমান, প্রাক্তন সভাপতি বাংলাদেশ এসোসিয়েশন অব আয়ারল্যান্ড (বাই),
৫। জালাল আহমেদ ভূঁইয়া
অনুষ্ঠানের পরবর্তী পর্য্যায়ে জনাব আব্দুল মান্নান, খতিব আইরিশ মুসলিম কালচারাল সোসাইটি (আই এম সি সি) বিচারক এবং পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন। বিচারকবৃন্দ ছিলেন হাফিজ মৌলানা শামসুল হক, কামারুজ্জামান, বুরহানুদ্দিন আমির আলি এবং মাওলানা হাফিজ আবুল হোসেন খান খতিব ইস্ট লন্ডন মসজিদ, যুক্তরাজ্য।
কোরান প্রতিযোগিতা বয়সের তারতম্য অনুসারে চারটি গ্রুপে ভাগ করে দেয়া হয়। নীচে বিভিন্ন গ্রুপে যারা পুরষ্কার পেয়েছেন তাদের তালিকা দেয়া হলো।
৪র্থঃ আলী ইবনে আবু তালিব গ্রুপ
৩য় স্থানঃ আল আকসা মুকাদ্দাস বিন আলি (ক্লোনডালকিন ডাবলিন),
২য় স্থানঃ আহমাদ হোসেন গরিব ইবনে আশরাফুল আলম (ডাবলিন-৮)
১ম স্থানঃ মুহাম্মাদ হোসেইন আলি (ওয়াটারফোর্ড)
৩য়ঃ উসমান ইবনে আফফান গ্রুপ
৩য়ঃ আব্দুল রহমান ইবনে আব্দুল কাদের (লুকান, ডাবলিন)
২য়ঃ যাহরা রহমান বিনতে মিজানুর রহমান (ডাবলিন-১৮)
১মঃ তাহমিদ জামান ইবনে কামারুজ্জামান (কাউন্টী মেয়ো)
২য়ঃ উমর ইবনে খাত্তাব গ্রুপ
৩য়: সায়মা হোসেন বিনতে আল আমিন হোসাইন (ডাবলিন)
২য়ঃ আয়েশা তাবাসসুম বিনতে সাইফুল ইসলাম সুমন (ডাবলিন)
১মঃ আফিফা মানসুর বিনতে মানসুর আলম (ডাবলিন)
১মঃ আবুবকর সিদ্দিক গ্রুপ
৩য়ঃ রাইয়ান তাওফিক ইবনে সাইফুল ইসলাম সুমন (ডাবলিন)
২য়ঃ হুমাইরা আফরিন (ডাবলিন)
১মঃ মাহাদ হায়দার ইবনে শিরিন হায়দার (জামাইকা, নিউ ইয়র্ক)
অনুষ্ঠানের শেষ পর্য্যায়ে বক্তব্য রাখেন জনাব কামারুজ্জামান এবং প্রধান অতিথি মাওলানা আবুল হোসেন খান। প্রধান অতিথির বক্তব্যে রমজান মাস ব্যাপী অনুষ্ঠিত এই আয়জকদের সাধুবাদ জানান। তিনি আগামী বছর এই অনুষ্ঠানে অন্যান্য রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করার আহবান জানান। তিনি স্রষ্টার নিকট থেকে প্রেরিত হিসেবে কোরানকে ধারণ করে এই কোরানের আলোকে জীবন যাপন করার আহবান জানান। তিনি সকলের সাফল্য কামনা করে আল্লাহর নিকট সকলের মঙ্গল কামনা করে ধন্যবাদ জানান।
দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন প্রধান অতিথি, হাফিজ মৌলানা আবুল হোসেইন খান।
আইরিশ বাংলা পোস্টের পক্ষ থেকে সকল প্রতিযোগী ও পুরস্কারপ্রাপ্তদের জন্য রইলো অভিনন্দন এবং শুভেচ্ছা।।