
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃগাইবান্ধা ও কুষ্টিয়ায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। গত রোববার গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু বাদী হয়ে ডা. মুরাদসহ দুজনের বিরুদ্ধে মামলার আবেদন করেন।বিচারক গতকাল সোমবার আদেশের দিন ধার্য করেন। আদালত শুনানি শেষে ৩০২ ধারায় গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুল খবির মামলার আবেদন খারিজ করে দেন। মামলার শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল হালিম প্রামাণিক।এর আগে গাইবান্ধা সদর আমলি আদালতে ডা. মুরাদ হাসান ও উপস্থাপক চট্টগ্রাম পটিয়ার মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে গত রোববার মামলার (৭৬০/২১) আবেদন জানানো হয়।
এদিকে একই অভিযোগে ডা. মুরাদ ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন কুষ্টিয়ার আদালত।গতকাল দুপুরে কুষ্টিয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান মুনির বাদী হয়ে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে দণ্ডবিধির ১৫৩(ক), ৫০৫(ক) এবং ৫০৯ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলাটির আবেদন করেন। পরে এটি খারিজ করে দেন আদালতের বিচারক সেলিনা আক্তার।