ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান -১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৩৭ (ভিডিও)

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের একটি চলন্ত লঞ্চে আগুন লাগার কারণ অনুসন্ধান করতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জাহাঙ্গীর আলম খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঝালকাঠির নদীতে লঞ্চে ভয়াবহ আগুন, অন্তত ৩৭ জনের মৃত্যু - বলছে স্থানীয়  প্রশাসন - BBC News বাংলা

বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) সাইফুল ইসলামকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

এখন পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের কারও পরিচয় জানা যায়নি। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি | বিষয় | DW | 29.06.2020

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চটিতে আগুন লাগে। এরপর আগুন লাগা অবস্থায় লঞ্চটি ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলে চলে আসে। প্রাণ বাঁচাতে এ সময় নদীতে ঝাঁপিয়ে পড়েন যাত্রীদের অনেকে।

বেঁচে যাওয়া যাত্রীরা বলেছেন, তিন তলা ওই লঞ্চে অগ্নিকাণ্ডের সময় হাজারখানেক যাত্রী ছিলেন।

ডুবে যাওয়া লঞ্চ থেকে কিশোরের লাশ উদ্ধার
SHARE THIS ARTICLE