তুরস্কে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৭০, নিখোঁজ অনেকে

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দাবানল থেকে সবে সেরে ওঠা তুরস্কে ফের প্রাকৃতিক দুর্যোগ হানা দিয়েছে। দেশটির উত্তরাঞ্চলে আকস্মিক এ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন এখনো অন্তত ৪৭ জন।জানা যায়, চলতি আগস্টে দাবানলের পর দ্বিতীয় প্রাকৃতিক দুর্যোগের পর দেশটির জরুরি সেবা কর্মীরা উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছেন। মিডলইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলে শুরু হওয়ায় সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ এ বন্যার পর নিখোঁজদের পরিবারগুলো উদ্বিগ্নভাবে উদ্ধারকর্মীদের ভবনে ভবনে উদ্ধার তৎপরতা চালাতে দেখছেন।ঝোড়ো বৃষ্টিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই শঙ্কা করা হচ্ছে। ড্রোন থেকে করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ভয়াবহ এ বন্যায় কৃষ্ণসাগর উপকূলের শহর বোজকার্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনের ভেতর থেকে জীবিতদের উদ্ধারে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে জরুরি সেবা বিভাগের কর্মীরা।তুরস্কের জাতীয় বিপর্যয় ও জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক দফতর (এএফএডি) এক বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক বন্যার কারণে বোজকার্ট শহরসহ কাসতামোনু জেলাতেই ৩৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া সিনোপ ও বার্তিনে যথাক্রমে ৭ জন এবং একজনের মৃত্যু হয়েছে।সোলেন নামের একটি নদীর তীরে ধসে পড়া একটি ভবনের নিচে আরও ১০ জন এখনো চাপা পড়ে রয়েছেন বলে দাবি করছে স্থানীয়রা। বন্যার পানিতে আরও কিছু ভবনের ভেতর ঢুকে পড়েছে। নিখোঁজ স্বজনরা তাদের প্রিয়জনের খোঁজে দাঁড়িয়ে উদ্ধার তৎপরতা দেখছেন।

SHARE THIS ARTICLE