দক্ষিণ আফ্রিকায় দোকানে বাংলাদেশিকে গুলি করে হত্যা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে মো. সোহাগ নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ( ১ এপ্রিল) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ৬ নং নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের আব্দুল হাকিম ট্যান ডলার বাড়ির মো. কোবাদ মিয়ার ছেলে।

স্থানীয় প্রবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে জোহানেসবার্গে সোহাগের কনফেকশনারী দোকানে ডাকাত দল অতর্কিত গুলি চালিয়ে তাকে হত্যা করে। বর্তমানে সোহাগের মরদেহটি আফ্রিকার হিলব্র ক্লিনিকে রাখা হয়েছে।

এদিকে সোহাগের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছয় ভাই-বোনের মধ্যে ছোট ছেলেকে হারিয়ে সবাই পাগল প্রায়। সোহাগের স্ত্রী ও এক সন্তান রয়েছে।

SHARE THIS ARTICLE