দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় জাকির হোসেন (৩৫) নামের এক প্রবাসী যুবক খুন হয়েছেন। নিহতের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টায় দেশটির বেলকম মেডি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, গত কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের হপস্টার্ড এলাকায় একটি দোকানে সন্ত্রাসীরা জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় গুরুতর আহতাবস্থায় তাকে ভর্তি করা হয়। রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় তিনি মারা যান।

নিহত জাকির হোসেনের ভাগ্নে ওয়াহিদ আহমদ খুনের তথ্য নিশ্চিত করে বলেন, মামা মারা যাওয়ার খবর সোমবার জানতে পেয়েছি।

এর আগে, দেশটির প্রিটোরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী খুন হন। বৃহস্পতিবার রাত তিনটার দিকে সশস্ত্র কৃষাঙ্গ ডাকাত দল গনির দোকানের ভেতরে প্রবেশ করতে চাইলে কর্মচারীরা বাধা দেয়ায় এলোপাতাড়ি গুলিতে তিনি নিহত হন।

এদিকে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের উইনবার্গ থেকে নিখোঁজের ১ মাস পরেও খোঁজ মেলেনি চার বাংলাদেশির। ২৬ আগস্ট উইনবার্গ থেকে দোকানের মালামাল কেনার জন্য গাড়ি নিয়ে বের হন তারা।

এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ বাংলাদেশিরা হলেন- সাইফুল ইসলাম, মো. ফরহাদ, রাসেল ও মহসিন।

চার বাংলাদেশি নিখোঁজের ঘটনায় ব্যবসায়িক সহযোগী দুই বাংলাদেশিসহ লেসোথোর এক নাগরিককে জিজ্ঞাসাবাদ করার পর নজরদারিতে রেখেছে পুলিশ।

SHARE THIS ARTICLE