দিনকাল বদলে গেছে
ডাঃ জিন্নুরাইন জায়গীরদার , ১৮ জুলাই ২০২০ইং
দিনকাল বদলে গেছে,
আমরা আর, হাতে হাত মিলাতে পারিনা
বুকে বুক মিলাতে পারিনা
কাঁধে কাঁধ মিলাতে পারিনা
কপাল চুমে দিতে পারিনা
এসেছে এক অশান্ত অসুখ।দিনকাল বদলে গেছে,
আমরা আর, ঘর থেকে ঘরে যেতে পারিনা
হাটে, ঘাটে, মাঠে যেতে পারিনা
ট্রেনে, বাসে, ট্রামে যেতে পারিনা
মসজিদে, মন্দিরে, চার্চে যেতে পারিনা
দূর্দান্ত সময় আজ উদভ্রান্ত উন্মুখ।দিনকাল বদলে গেছে,
নাক, মুখ ঢেকে দিয়েছে অচেনা রঙিন মুখোশ
ফেনিল সাবানে হাত ধুয়ে নিতে মন করে উশখুশ
হেঁটে যেতে চারিদিকে চেয়ে দেখি কোথায় অসুখ
খবরের সন্ধানে চলে যায় সময়ের ফানুস
পরিশ্রান্ত আত্নারা জীবনের সন্ধানে বিমুখ।
দিনকাল বদলে গেছে, দিনকাল বদলে গেছে
আর কি কভু ফিরে আসবে চিরচেনা সেই দিনের সুখ
আর কি কভু কপাল চুমে, হাতে হাত, কাঁধে কাঁধ মিলাবে বুকে বুক
আর কি কভু যাওয়া হবে ঘর থেকে ঘরে, আনন্দে, উল্লাসে অযুত
আর কি কভু ফিরে আসবে সেদিন, মনে রবেনা কোন দুশ্চিন্তা, আশংকা, উৎকণ্ঠা সর্বভুক।।