দেশের জন্য আফগান নেতাদের লড়াই করতে বললেন বাইডেন

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার নিয়ে প্রশ্ন উঠেছে। এমতাবস্থায় নিজের অবস্থান পরিস্কার করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছেন, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে তার কোনও অনুতাপ নেই। ঐক্যবদ্ধ হয়ে নিজের দেশের জন্য লড়াই করতে আফগানিস্তানের নেতাদের প্রতি আহ্বান জানান বাইডেন।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান, আফগানিস্তানকে দেওয়া প্রতিশ্রুতি পালন করছে যুক্তরাষ্ট্র। যেমন, বিমান হামলা চালানো, সেনাবাহিনীর বেতন এবং আফগান বাহিনীকে খাদ্য ও সরঞ্জাম সরবরাহ করা।

বাইডেন বলেন, কিন্তু তাদের নিজেদের জন্য লড়াই করতে হবে।

এদিকে যুক্তরাজ্যের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল স্যার নিক কার্টার বিবিসিকে বলেছেন, আফগানিস্তান রাষ্ট্র যদি ভেঙে পড়ে তাহলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রপন্থা দেখা দেওয়ার আদর্শ পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে আফগানিস্তানের আরও একটি প্রদেশের রাজধানীর দখল নিয়েছে তালেবান। এ নিয়ে শুক্রবার থেকে সশস্ত্র গোষ্ঠীটির হাতে দেশটির আটটি প্রদেশের রাজধানীর পতন হলো।

আলজাজিরার খবরে বলা হয় , মঙ্গলবার বাঘলন প্রদেশের রাজধানী পুল-ই-খুমরির নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। এটিসহ আটটি প্রদেশের রাজধানী তালেবান দখল করে নিল।

এদিন ফারাহ প্রদেশের রাজধানীও দখলে নেয় সশস্ত্র গোষ্ঠীটি।মঙ্গলবার তালেবান আরও দুটি প্রাদেশিক রাজধানী দখল করেছে। এর ফলে শুক্রবার থেকে এখন পর্যন্ত গোষ্ঠীটি আটটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিলো। নতুন দখল করা প্রাদেশিক রাজধানী দুটি হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ এবং উত্তরাঞ্চলীয় পুল-ই-খুমরি।

SHARE THIS ARTICLE