
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল ২৪ ঘণ্টায় আয়ারল্যান্ডে আবারো সংক্রমণের নূতন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ২৬, ১২২ জন, এর আগে ৬ই জানুয়ারি সর্বোচ্চ রেকর্ড ছিল ২৩, ৮১৭ জন। গতকালের এই সংখ্যা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ রেকর্ড। এদিকে আয়ারল্যান্ডে হাসপাতালে এই রোগে ভর্তি আছে ৯১৭ জন, যা আগের দিনের তুলনায় ১৯ জন কম আর আই সি ইউতে ভর্তি আছেন ৮৩ জন। স্বাস্থ্য বিভাগের সূত্রে মনে করা হচ্ছে যে, এই সংক্রমণ এখনো শিখর অর্জন করেনি, আগামী সপ্তাহে সংক্রমণ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সংক্রমণের তুলনায় হাসপাতালে ভর্তি কিংবা মারাত্নক অসুস্থদের সংখ্যা কম বলেই অনুমিত হচ্ছে। এই সময়ে সকলকে টিকা গ্রহণ সুরক্ষা দেবে আর সেই সাথে অতিরিক্ত সচেতনতা ও নিয়ন্ত্রিত জীবন যাপন অত্যবাশ্যক বলেই মনে করা হচ্ছে। আয়ারল্যান্ডে এ পর্য্যন্ত সর্বমোট কোভীডে আক্রান্ত বোলএ শনাক্ত হয়েছে ৯, ৫৬,৭২০ জন আর মৃত্যুবরণ করেছেন ৫,৯৫২ জন।
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৩৯০ জন আর মারা গিয়েছেন ৩১৩ জন। গতকালের মৃত্যুর এই পরিসংখ্যানের মাধ্যমে যুক্তরাজ্যে সর্বমোট কোভিডের কারণে মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার অতিক্রম করলো। ইউরোপে একমাত্র দেশ যে দেশটিতে এত সংখ্যায় মৃত্যু হয়েছে। আর সর্বমোট সংক্রমিত হয়েছেন ১ কোটী ৪৩ লক্ষ ৩৩ হাজার ৭৯৪ জন।
এদিকে বাংলাদেশে সংক্রমণ বৃদ্ধির ধারা অব্যাহত আছে। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশে। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে।
পার্শ্ববর্তী দেশ ভারতে দ্রুত বাড়ছে কোভিডের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে ১, ৪১, ৯৮৬ জন সংক্রমিত হয়েছেন বলে প্রকাশিত হয়েছে। ভারতে সংক্রমনের হার গতকালের ৯% তুলনায় আজ একদিনে বেড়ে ২১% হয়েছে, যা বেশ শংকার। সারা বিশ্বে কোভিড সংক্রমণের বিপর্য্যস্ত দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। দেশটিতে ইতিমধ্যে আনুষ্ঠানিক সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫৫ লক্ষ ১৬ হাজার ১২৬ জন আর মারা গিয়েছেন ১ লক্ষ ৪৭ হাজার ৮১৪ জন। যদিও এই পরিসংখ্যানের চেয়ে মৃত্যু আরও অন্য এক বেশী হয়েছে বলেই ধারনা করা হয়।
মহামারির সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এপর্য্যন্ত সংক্রমিত হয়েছেন ৩০ কোটী ৫৪ লক্ষ ৭৪ হাজার ৯৫৬ জন আর মারা গিয়েছেন ৫৫ লক্ষ ১ হাজার ৪৯৬ জন।
তথ্যসূত্রঃ আর টি ই, ওয়ার্ল্ডোমিটার, এন ডি টি ভি, বিডি নিউজ