
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ তালেবান বাহিনী কাবুল দখল করায় দেশে ছাড়েন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। দেশে ছাড়ার পর তিনি জানান, রক্তের বন্যা এড়াতে দেশ ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে এ কারণ জানান। দেশ ছাড়ার পর এটাই আফগানিস্তানের প্রেসিডেন্টের প্রথম মন্তব্য।
আশরাফ গনি বলেন, আমার উচিত ছিল সশস্ত্র তালেবানদের মুখোমুখি হওয়া। অথবা আমি গত ২০ বছর ধরে যে দেশকে রক্ষা করতে জীবন উৎসর্গ করেছি, সেই প্রিয় দেশ ছেড়ে চলে যাওয়া।
তালেবান যোদ্ধাদের মুখোমুখি হওয়ার পরিস্থিতির বিষয়ে আশরাফ গনি বলেন, এতে অগণিত দেশবাসী মারা যেত। ধ্বংসের মুখোমুখি হতো কাবুল শহর। তালেবানরা কাবুলের লোকদের ওপর হামলা করত। তাই রক্তের বন্যা এড়াতে দেশ ছাড়াকে শ্রেয় মনে করি।
তিনি আরো বলেন, তালেবানরা তলোয়ার ও বন্দুকের বিচারে জিতে গেছে। ইতিহাস কখনো অবৈধ ক্ষমতাকে বৈধতা দেয়নি এবং দেবেও না। আমি সব সময় আমার জাতির সেবা করে যাব।