
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সর্বসম্মতভাবে তাকে দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।বিশ্বের ১৯৩ টি দেশের প্রতিনিধিত্বকারী সংগঠন জাতিসংঘকে আগামী ৫ বছরের জন্য নেতৃত্ব দেবেন গুতেরেস।
এর আগে গত মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে গুতেরেসকে আরেক মেয়াদে মহাসচিব করার জন্য সাধারণ পরিষদের কাছে সুপারিশ সম্পর্কিত একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবে জাতিসংঘের ১৯৩টি সদস্যের কাছে ২০২২ সাল থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য গুতেরেসকে মহাসচিব হিসেবে নির্বাচিত করার জন্য সুপারিশ করা হয়। এবার মহাসচিব পদে অন্য কোনো প্রার্থী ছিল না।
দ্বিতীয় মেয়াদে মহাসচিব পদে থাকার আগ্রহের বিষয়ে সিদ্ধান্ত নিতে গুতেরেস গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ছিলেন। এখন জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তিনি আরেকবার মহাসচিব পদে থাকতে আগ্রহ প্রকাশ করেন।
৭২ বছর বয়সী আন্তোনিও গুতেরেস ২০১৭ সালের জানুয়ারিতে পাঁচ বছরের জন্য জাতিসংঘের নবম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। চলতি বছরের শেষে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ প্রায়শই বিরোধে জড়িয়েছে। ট্রাম্প আমলে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে সরে গেছে।
বান কি মুনের পর ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ৭২ বছর বয়সী আন্তোনিও গুতেরেস। এর আগে ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।