
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গেল বছরের ১৯ ডিসেম্বর সংসদে পাস হওয়া নতুন ফরাসি অভিবাসন আইন নিয়ে আগামী ২৫ জানুয়ারি রায় দেবে ফরাসি সাংবিধানিক কাউন্সিল৷ সম্ভাব্য রায়ের আগে রোববার ফ্রান্সজুড়ে নতুন আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার বিক্ষোভকারী৷
সাংবিধানিক কাউন্সিলের আসন্ন সিদ্ধান্তের উপর চাপ বজায় রাখতে রোববার (১৪ জানুয়ারি) রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরের রাস্তায় নেমেছিল হাজারো মানুষ৷
সাংবিধানিক কাউন্সিল একটি ফরাসি সাংবিধানিক প্রতিষ্ঠান৷ এটি সংসদে পাস হওয়া আইন সংবিধানের প্রবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি যাচাই করে৷ এছাড়া জাতীয় নির্বাচন এবং গণভোটের আইনি কার্যকারিতাও নিশ্চিত করে সাংবিধানিক কাউন্সিল৷
রোববারের বিক্ষোভে উপস্থিত সমবেতদের ‘ম্যাক্রোঁর আইন চাই না’, ‘দারমানার আইন মানি না’সহ বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে৷
প্যারিসের রিপাবলিক চত্বরে উপস্থিত আন্দোলনকারীরা জানিয়েছে, তীব্র ঠান্ডা উপেক্ষা করে এদিন ২৫ হাজার মানুষ হাজির হয়েছিলেন। অনথিভুক্ত অভিবাসীদের নিয়ে কাজ করা একটি প্লাটফর্মের মুখপাত্র মারিয়ামা সিদিবে বলেন, “আমরা দারমানার আইনটির পরিষ্কার প্রত্যাহার দাবি করছি৷ এই আইনটি অভিবাসীসহ যাদের ফরাসি জাতীয়তা আছে তাদের বিরুদ্ধে৷ কারণ এই আইনে বলা হয়েছে, একটি ভুল পদক্ষেপের ক্ষেত্রে আমাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে৷’’

বৃহত্তর প্যারিস অঞ্চলের ভিত্রি-সুর-সেইন এলাকায় অনথিভুক্ত শ্রমিকদের নিয়ে কাজ করা সংস্থার কর্মী আবুবাকার দেম্বেলে বলেন, ‘আমাদের জীবনকে অনিশ্চিত রাখতে এবং আমাদের অপরাধী সাব্যস্ত করতে এই বর্ণবাদী আইনটির পরিকল্পনা করা হয়েছে৷’
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নতুন আইনে কট্টর ডান আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে বেশ কিছু ধারা যোগ করা হয়েছে৷
সলিডারিটি মার্চের নেতা দেনিস গদার্দ বলেন, ‘আমরা সাংবিধানিক কাউন্সিলের সিদ্ধান্ত থেকে বেশি কিছু আশা করছি না৷ আদালত নিঃসন্দেহে আইনটির বেশ কিছু নিবন্ধ বাতিল করবে৷ তবে আমরা সম্পূর্ণ আইন প্রত্যাহারের কথা বলছি৷’
প্যারিসের সমাবেশে ফরাসি রাজনৈতিক দল লা ফ্রঁন্স আনসুমিজের সংসদীয় দলের নেতা মাথিলদ পানো বলেন, ফরাসি প্রজাতন্ত্রের পরিচয়কে বিকৃত করে এমন যেকোনো অভিবাসন আইন প্রত্যাহার করা উচিত৷’
প্যারিস ছাড়াও লিও, স্ট্রসবুর্গ, বর্দু, রেন, লিল, মার্সেই এবং তুলুজের মতো শহরেও বিক্ষোভ হয়েছে৷
রোববারের সমাবেশে এনজিও, অভিবাসন সংস্থা, ট্রেড ইউনিয়ন এবং রাজনৈতিক দলসহ ৪০০টিরও বেশি সংগঠন সমর্থন দিয়েছে৷ সমাবেশ থেকে ২১ জানুয়ারি আবারো ফ্রান্সজুড়ে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।
আগামী ২১ জানুয়ারি রাজপথে অভিবাসন আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে আহ্বান জানিয়েছেন ট্রেড ইউনিয়ন সিএফডিটি এবং সিজিটি এর দুই মুখপাত্র৷
সিজিটি এর মুখপাত্র সোফি বিনে ফরাসি গণমাধ্যম আরটিএল-কে বলেন, এই আইনের অনেকগুলো কারিগরি সমস্যা রয়েছে৷ এটি আমাদের প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার নীতিগুলোর সম্পূর্ণ বিপরীতমুখী। অনেকেই ফ্রান্সের জাতীয় লক্ষ্যের নামে তাদের ব্যক্তিগত ঘৃণা ছড়িয়ে দিতে চাচ্ছেন৷’