নরওয়েতে ভয়াবহ ভূমিধসে নিখোঁজ ১০

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ নরওয়েতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও ১০ জন নিখোঁজ রয়েছে। দেশটির রাজধানী অসলো থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে একটি গ্রামে গত বুধবার এই ঘটনা ঘটে। শুক্রবার একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, প্রাথমিকভাবে উদ্ধারকারীদের ঘটনাস্থলে পাঠানো ঝুঁকিপূর্ণ ছিল। পরে হেলিকপ্টার এবং ড্রোন দিয়ে দু’দিন জায়গাটি পর্যবেক্ষণ করা হয়। তারপর সেখানে উদ্ধারকারী টিম পাঠানো হয়। পুলিশের ধারণা যে নিখোঁজরা এখনও বেঁচে থাকতে পারে।এর আগে, শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে একজনের লাশ উদ্ধার করা হয়। তবে এর বেশি কিছু জানা যায়নি। উল্লেখ্য, ভূমিধসের আগে কমপক্ষে এক হাজার স্থানীয় বাসিন্দাকে জার্ড্রাম কাউন্টি থেকে সরিয়ে নেওয়া হয়। দেশটির প্রধানমন্ত্রী ইরনা সলবার্গ ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

SHARE THIS ARTICLE