
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ নিউ ইয়র্কে বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সম্মানীত সদস্য সাংবাদিক মাহাথির ফারুকীর স্ত্রী নিউ ইয়র্কের কুনি আইল্যান্ডে গতকাল সাবওয়ে স্টেশনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেনহামলাকারী ছিলেন একজন মহিলা। মিসেস মাহাথির ফারুকী সেই সময় কাজ শেষে বাসায় ফিরছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মাত্র ২ দিন আগে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জিল্লুর রহমানের উপর সাবওয়েতে হামলা হয়। তিনি এখনও চিকিসাধীন আছেন। গত বছর জ্যামাইকা সাবওয়ে হামলায় আমাদের একজন বাংলাদেশী মৃত্যুবরণ করেন। এছাড়া গত বছর আরো একজনকে ব্রুকলিন সাবওয়তে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বৃহত্তর কুমিল্লার সমিতির সভাপতি ডাঃ এনামুল হকের ভাগনীকে ট্রেনের নিচে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়। বেশ কিছুদিন পূর্বে ম্যানহাটনের 2nd ave subway তে সিলেটের বয়োবৃদ্ধ মাওলানা ইলিয়াছুর রহমান সাহেবকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। এতে উনার ঘাড়ের হাঁড ভেঙে গেছে। এখনোও তিনি চিকিসাধীন আছেন।
এত সব ঘঠনার মধ্য আরো একটি ঘঠনা ছিলো কমিউনিটির অতি পরিচিত মুখ স্কুল শিক্ষিকা আলিয়া ফেরদৌসীকে উড হেভেন সাবওয়ের সিঁডিতে ধাক্কা দিয়ে ফেলে দেয় সন্ত্রাসী দল। যার ফলে উনার মাথায় ও বুকে মারাত্মক জখম হন তিনি। তার পরিপ্রেক্ষিতে তিনি দীর্ঘ দিন মাউন্ট সাইনাই হাসপিটালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন।
আরও একটি ঘঠনা ছিলো পেনসিলভেনিযার ফিলাডেলফিয়ায়। কয়েক মাস পূর্বে মাত্র ২৬ বৎসরের একজন যুবককে সন্ত্রাসীরা পিঁটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসব ঘটনার তীব্র ক্ষোভ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। একই সাথে চলাফেরার সবাইকে সর্তক এবং সাবধানতা অবলম্বনের পরামশ দিয়েছেন কমিউনিটি নেতারা।
নিউ ইয়র্কসহ আমেরিকায় বসবাসকারী অন্য অন্য সিটিতে বাংলাদেশী কমিউনিটির উপর দফায় দফায় এই হামলার প্রতিবাদ জানাতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।