
নাজমুন নাহার মুক্তা, ইতালী থেকেঃ ইতালিতে নিত্যপণ্য ও জ্বালানির দাম বৃদ্ধি পেলেও, বাড়েনি কর্মজীবী মানুষের আয়। জীবনযাত্রার লাগামহীন খরচে দিশেহারা প্রবাসী বাংলাদেশিরা। দেশে টাকা পাঠাতেও হিমশিম খাচ্ছেন তারা।
করোনার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিশ্বের বিভিন্ন দেশের মতো এর প্রভাব পড়ে ইতালিতে বসবাসরত দুই লাখ ২০ হাজার প্রবাসী বাংলাদেশির ওপর।
এতে বিপাকে পড়েছেন শ্রমজীবিরা। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দেশে ঠিকমতো টাকা পাঠাতে পারছেন না অনেকেই।
ইতালিতে ২০২০ সালের তুলনায় খাদ্যদ্রব্যের দাম ২০ শতাংশ আর জ্বালানি খরচ বেড়েছে ৭০ শতাংশ পর্যন্ত। চলমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ আরও কমে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তাই চিন্তিত প্রবাসী বাংলাদেশিরা।