সংসদ নির্বাচনঃ ২০২৪

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ২০২৪ সাল একটি অনন্য বছর বলে মনে করা হচ্ছে। এই বছর বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচলের তালিকা বেশ দীর্ঘ। ২০২৪ সালে বাংলাদেশ প্রথম দেশ হিসাবে ৭ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত করেছে। এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগ টানা চতুর্থ বারের মত নির্বাচিত হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম। আজ এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময়ে সংসদ সদস্যদের শপথ গ্রহন সম্পন্ন করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামীকাল নতুন মন্ত্রীসভার নাম প্রকাশিত হবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পুনরায় জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে। আজ বুধবার আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ শেষে অনুষ্ঠিত দলটির সংসদীয় দলের প্রথম সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্তমান চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী লিটন এই প্রস্তাবের সমর্থন জানান, পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশ জাতীয় সংসদের উপনেতা  মতিয়া চৌধুরীকে পুনরায় দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত করা হয়। এ ছাড়া বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া বর্তমান নুর ই আলম চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশের এই নির্বাচনে প্রধান বিরোধী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বেশ কিছু দল অংশগ্রহণ করেনি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাঁর সমমনা কয়েকটি দল অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগের বেশ কিছু সদস্য বিকল্প (ডামি) প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টী সর্বসাকূল্যে পেয়েছে ১১টি পদ। আওয়ামী লীগ পেয়েছে ২২২ টি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বিকল্প (ডামি) প্রার্থী হিসাবে স্বতন্ত্র থেকে জয় পেয়েছেন ৬২ জন।

ভুটান 

ইতিমধ্যে গতকাল ৯ই জানুয়ারি মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভুটানে। ভুটানের চতুর্থ এই সংসদ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উদারপন্থি রাজনৈতিক দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) জয় পেয়েছে। রয়টার প্রদত্ত সংবাদে প্রকাশ যে, “সংসদের ৪৭টি আসনের মধ্যে পিডিপি ৩০টি আসনে জয় পেয়েছে বলে দেশটির নির্বাচন কমিশনের (ইসিবি) প্রকাশ করা প্রাথমিক ফলাফলে জানা গেছে। অবশিষ্ট ১৭টি আসনে পেয়েছে ভুটান টেন্ড্রেল পার্টি (বিটিপি)। 

পনের বছর আগে থেকে রাজা শাসিত ভুটানে গণতান্ত্রিক নির্বাচন শুরু হয়। ২০০৭ সালে শেরিং তোবগে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) গঠন করেন। তিনি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। পিডিপি নির্বাচনে জয় পাওয়ায় ৫৮ বছর বয়সী তোবগে দ্বিতীয় মেয়াদে পুনরায় পাঁচ বছরের জন্য ভুটানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সাবেক এক আমলার নেতৃত্বে ২০২২ সালে ভুটান টেন্ড্রেল পার্টি (বিটিপি) গঠিত হয়। বিটিপি পার্লামেন্টের প্রধান বিরোধীদল হিসেবে দায়িত্ব পালন করবে বলে মনে করা হচ্ছে।

চীন ও ভারতের মাঝে হিমালয় কোলের দেশ ভুটান বিশ্বের অন্যতম সুখি দেশ হিসেবে পরিচিত। দেশটির লোকসংখ্যা ৮ লাখের কাছাকাছি। দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী ভারতের সঙ্গে ভুটানের গভীর অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আছে। দেশটি ভারত থেকেই সবচেয়ে বেশি অর্থনৈতিক সহায়তা পায়। উত্তরাঞ্চলীয় প্রতিবেশী চীনের সঙ্গে ভুটানের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে সীমান্ত বিরোধ মিটিয়ে ফেলতে দেশ দু’টির মধ্যে আলোচনা চলছে।

SHARE THIS ARTICLE