নির্বাচনী সমাচার
ডাঃ জিন্নুরাইন জায়গীরদার
কোন শ্লোগান নেই, কোন মিছিল নেই,
কোন সংঘাত নেই, কোন বক্তৃতা নেই,
কোন কোলাহল নেই, নেই অস্ত্রের বাহার,
যেন এক শৃঙ্খলা নদীর বহতা নাহার।
প্রার্থীদের দেখা মেলেনি কেন্দ্রে, সমর্থকরা নীরব,
শান্ত সমাহিত কেন্দ্র, একে একে এগুচ্ছে ভোটার;
সংকল্পবদ্ধ! নিজের মতামত লিখে জানাবে এবার,
কোন অনিয়ম নেই, ব্যাত্যয় নেই, বিশৃংখলা নেই,
নেই কোন বাহিনী রাজার, কোন সংবাদ নেই সাজার।
এখানে বিশ্বাসের বাজার, স্থান নেই কোন রাজার,
শক্তির প্রদর্শনি নেই, অর্থের ঝনঝনানি নেই,
বহতা গণতন্ত্রের আচার,
প্রতিনিধিরা নির্বাচিত নীতির সাচার,
এইত নির্বাচনী সমাচার।।