নেটিজেনরা হতাশঃ ফেইসবুক, টুইটার এবং হোয়াটস আপ কাজ করছেনা

আইরিশ বাংলা পোস্ট ডেস্কঃ বিশ্বব্যাপী ফেইসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কাজ করছেনা। ফেইসবুকে লগ ইন করা যাচ্ছেনা, স্ট্যাটাস দেয়া যাচ্ছেনা, মন্তব্য করা যাচ্ছেনা, শেয়ার করার কথাত উঠছেই না। আইরিশ সময় আজ বিকাল চার ঘটিকা থেকেই জনপ্রিয় এই সামাজিক মাধ্যমগুলি কাজ করছেনা। এই বিচ্ছিন্নতার ফলে বিশ্বের কোটী কোটী সামাজিক মাধ্যম ব্যাবহারকারিরা সংকটে পড়েছেন। মানুষ যেন তাদের স্বাভাবিক কার্য্যক্রম হারিয়ে ফেলেছেন। শেষ খবর পাওয়া পর্য্যন্ত এগুলো এখনো কার্য্যকর হয়নি। 

ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের স্বত্বাধিকারী ফেইসবুক কর্তৃপক্ষ সকল ব্যাবহারকারীর নিকট এই বিঘ্নের জন্য ক্ষমা চেয়েছে, কিন্তু কি কারণে এই বিপর্য্যয় তা কেউ প্রকাশ করেনি। ফেইসবুক কর্তৃপক্ষ বলেছেন তারা এই সমস্যা সমাধানে তৎপর এবং যত দ্রুত সম্ভব সামাজিক মাধ্যমগুলোকে কার্য্যকরি করতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। 


কয়েকজন সামাজিক মাধ্যম ব্যাবহারকারির সাথে কথা বলে জানা গেছে, প্রাথমিক অবস্থায় তারা মনে করছিলেন এটা ইন্টাররেন্ট সমস্যা কিন্তু কিছুক্ষন পর তারা বুঝতে পারেন যে, ইন্টার্নেট ঠিকই কাজ করছে কিন্তু ফেইসবুক কাজ করছেনা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও যখন ফেইসবুকে প্রবেশ করতে পারছেন না তখন অনেকেই হতাশ হয়েছেন। কয়েকজন বলেছেন, তারা মনে করছেন হঠাৎ যেন সময় আর যাচ্ছে না। একজন বলছেন, তিনি মেসেঞ্জারে কারো সাথে যোগাযোগ করতে পারছেন না। অনেকেই শোকাহত। 

কিন্তু সিসকো কোম্পানি থাউজেন্ড আইজ এর মতে এটি একটি ডোমেইন নেম সার্ভার (DNS) ব্যর্থতার কারণে হতে পারে
SHARE THIS ARTICLE