নেত্রকোনায় সড়কের গর্তের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির সামনে সড়কে বড় গর্তের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের সন্ধ্যাহালা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলো ওই গ্রামের একই বাড়ির কমল মিয়ার ছেলে তোফায়েল মিয়া (৫) ও আলাল উদ্দিনের মেয়ে আফরোজা খাতুন (৩)। এর সম্পর্কে চাচাতো ভাই-বোন।

নাজিরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সমির আলী গণমাধ্যমকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় বাড়ির সবার অগোচরে খেলাধুলা করতে গিয়ে বাড়ির সামনের সড়কের বড় গর্তের পানিতে পড়ে যায় তোফায়েল ও আফরোজা নামের দুই শিশু।

ছবি: সমকাল

অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে গর্তের পানিতে পড়তে পারে এই সন্দেহে মো. তারা মিয়া ও দুলাল মিয়া নামে দুই ব্যক্তি সড়কের গর্তে নেমে পানির নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন। কলমাকান্দা থানা পুলিশকে জানানো হয়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) সমকালকে বলেন, ‘রাতে খবর পেয়ে সন্ধ্যাহালা গ্রাম থেকে তোফায়েল ও আফরোজা নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ মৃতের স্বজনের কাছে হস্তান্তর করা হবে।’

SHARE THIS ARTICLE