পবিত্র হজ্জ ৩০ জুলাই

শিপন দেওয়ান আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সৌদি আরবের আকাশে গতকাল সোমবার কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ জুলাই ঈদ-উল আজহা পালন করবে সৌদি আরববাসী। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছর কেবল সৌদি আরবে বসবাসকারীরা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে হজ পালনের অনুমতি পেয়েছেন। এ বছর বাইরের দেশ থেকে সৌদি গিয়ে কেউ হজ পালন করতে পারবেন না। এর আগে ২০১৯ সালে ২৪ লাখ ৮৯ হাজার ৪০৬ জন হজ পালন করেছেন। তার মধ্যে সৌদির নাগরিক ছিলেন ২ লাখ ১১ হাজার ৩ জন। আর সৌদিতে কর্মরত বিভিন্ন দেশের নাগরিক ছিলেন ৪ লাখ ২৩ হাজার ৩৭৬ জন। সোমবার সন্ধ্যায় সৌদি আরবের সর্বোচ্চ বিচারক আদালত সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এ ঘোষণা দেন।

SHARE THIS ARTICLE