পরকালে আল্লাহ বান্দার সঙ্গে কথা বলবেন

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ আনাস ইবনে মালিক (রা.) বলেন, ‘আমরা একদা নবী (সা.)-এর কাছে ছিলাম, তিনি হঠাৎ হাসলেন। তিনি বললেন, ‘তোমরা জানো, কেন হেসেছি?’ তিনি বলেন, আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন। তিনি বললেন, ‘(আমি হেসেছি) বান্দার তার রবকে পাল্টা প্রশ্ন করা থেকে। সে বলবে, হে আমার রব, আপনি কি আমাকে জুলুম থেকে নাজাত দেননি?’ তিনি বলেন, ‘আল্লাহ বলবেন, অবশ্যই।’ তিনি বলেন, ‘অতঃপর সে বলবে, আমার বিপক্ষে আমার অংশ ছাড়া অন্য কোনো সাক্ষী মানি না।’ তিনি বলেন, ‘আল্লাহ বলবেন, সাক্ষী হিসেবে আজ তোমার জন্য তুমিই যথেষ্ট, আর দর্শক হিসেবে কিরামুন কাতিবিন যথেষ্ট।’ তিনি বলেন, ‘অতঃপর তার মুখে মোহর এঁটে দেওয়া হবে, তার অঙ্গ-প্রত্যঙ্গকে বলা হবে, বলো।’ তিনি বলেন, ‘ফলে অঙ্গগুলো তার আমলের বর্ণনা দেবে।’ তিনি বলেন, ‘অতঃপর সে বলবে, তোমরা দূর হও, নিপাত যাও তোমরা, তোমাদের পক্ষেই তো আমি সংগ্রাম করতাম।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৯৬৯)

SHARE THIS ARTICLE