পরিবর্তন
ডাঃ জিন্নুরাইন জায়গীরদার
ক্রমাগত পরিবর্তন,
প্রভাবিত করে আমাদের উপলব্ধীকে
সময়ের সাথে বদলে যায়,
স্মৃতির পাতায় জমা হয়ে থাকা অভিজ্ঞতা
সময়ের সাথে বদলে যায়,
স্মৃতির পাতায় জমা হয়ে থাকা, প্রকৃতির শিক্ষা।
ক্রমাগত পরিবর্তন আজ, কোভিডে আক্রান্ত
এনে দিয়েছে বিশ্বে, দ্রুত পরিবর্তনের হাওয়া
সামাজিক দূরত্ত্বে চলে, নাওয়া আর খাওয়া
হাতে হাত ধরা, আজ স্মৃতিময় দিনে চলে যাওয়া
গলাগলি আজ, স্মরনিকা দিক চক্রে হাওয়া
সাবানে ফেনা তুলে হাত ধোয়া,
এক সংস্কার ফিরে ফিরে পাওয়া
দ্রুত বদলে যাচ্ছে সমাজ,
পাঠদানের রীতিতে লেগেছে ছবির আবেশ
ইন্টার্নেট, ফেইসবুক, টুইটার এখানেই বন্ধু সমাবেশ
জুম, মাইক্রোসফট এখানেই আজ অফিসে প্রবেশ
ঘরে বসে থেকে, নূতন বিশ্ব গড়াই আমার ধর্ম বিশেষ
মনের পাতাকে সাজাও এবার
চেয়ে দেখো চারিদিকে সময় এসেছে শুধুই দেবার
পরিবর্তনের হাওয়ায় এখন সময় শেখার
দিন বদলের ধারায়,
এখন সময় এসেছে, পুরনো বিশ্ব বদলে দেবার
এখন সময় এসেছে, ডানা মেলে উড়তে শেখার
এখন সময় এসেছে, আখিতে নিজেকে বদলে নেবার।।