পরিবার ছাড়াও আত্মীয়দেরও ভিসা দেয় কানাডা, জানুন বিস্তারিত

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কানাডার ইমিগ্রেশন, রিফিউজি এন্ড সিটিজেনশীপ কানাডা(আইআরসিসি) পরিবারের অন্যান্য সদস্যদেরও কানাডার নাগরিক হওয়ার সুবিধা দিয়েছে। তবে এর জন্য কতিপয় শর্ত পূরণের মাধ্যমে যে কেউ সুযোগটি নিতে পারবেন।

১৮ বছর বা তার বেশি বয়সের কানাডার নাগরিক, স্থায়ী বাসিন্দা চাইলে কানাডায় স্থায়ী বসবাসের জন্য তাদের পরিবারের সদস্যদের স্পন্সর করতে পারেন। তবে বেশিরভাগই তাদের স্বামী, স্ত্রী, পিতামাতা বা সন্তানদেরকেই এ সুবিধা গ্রহণের উপযুক্ত মনে করেন। মূলত তারা আরো দুটি উপায়ে অন্যান্য সদস্যদেরও স্পন্সর করতে পারবেন।

আইআরসিসি স্বামী, স্ত্রী, পিতামাতা বা সন্তান ছাড়াও অনাথ ভাই, বোন, ভাগ্নে, ভাগ্নি বা নাতিদেরও কানাডার নাগরিক হওয়ার সুবিধা দেয়। তবে তাতে কয়েকটি শর্ত দিয়েছে তারা।

• রক্ত সম্পর্কের অথবা দত্তক নেয়ার মাধ্যমে আত্মীয় হতে হবে।
• পিতা-মাতা দুজনই মৃতুবরণ করেছেন এমন
• বয়স ১৮ বছরের কম
• উভয়ের মধ্যে কোনো বৈবাহিক অথবা দাম্পত্য সম্পর্ক থাকবে না।

এছাড়াও কানাডায় স্থায়ী কোনো বাসিন্দা, নাগরিকের যদি উপরে উল্লিখিত কোনো আত্মীয় স্বজন জীবিত না থাকে তাহলে তিনি একজন রক্তের অথবা দত্তক সম্পর্কের আত্মীয়কে স্পন্সর করতে পারবেন। ব্যক্তি যাকে স্পন্সর করবেন তার যদি স্ত্রী, সন্তান থাকে তাহলে তাদেরকে অন্তর্ভূক্ত করে আবেদন করতে পারবেন।

কীভাবে আবেদন করবেন
আবেদন করার দুইটি প্রক্রিয়া রয়েছে, একটি হচ্ছে যিনি স্পন্সর করবেন তিনি স্পন্সরের আবেদন করবেন। অন্যদিকে যাদেরকে স্পন্সর করবেন তারা কানাডার নাগরিক হওয়ার আবেদন করবেন। এক্ষেত্রে দুটি আবেদনই একত্রে আইআরসিসি তে একই সময়ে জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আইআরসিসি কিছু নির্দেশনা দিয়েছে। তা হলো :

• নিশ্চিত করুন যে আপনি এবং আপনার আত্মীয়রা আবেদন যোগ্যতার শর্ত পূরণ করেছেন
• আবেদনের নির্দেশনাগুলো মনোযোগ সহকারে পড়ুন
• আপনার আবেদনে সমস্ত অনুরোধকৃত নথি এবং প্রমাণ সরবরাহ করুন। এক্ষেত্রে আয়ের সনদ জমা দিতে হবে এবং কানাডায় পৌঁছানোর পরে আপনার আত্মীয়কে আর্থিকভাবে সহায়তা করার মতো আইনি ঘোষণায় স্বাক্ষর করতে হবে।

• সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় সত্যবাদী হবেন।
• প্রযোজ্য ফি প্রদান করুন

• আপনার আত্মীয় এবং তাদের ঘনিষ্ঠ পরিবারের যারা আসবেন তাদের (যদি প্রযোজ্য হয়) প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করা নিশ্চিত করুন।

SHARE THIS ARTICLE