আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ পরীমণির অবৈধ কাজের সহযোগীদের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ। তিনি বলেছেন, পরীমণি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করত, সেগুলো কাদের নিয়ে করত, কাদের সহযোগিতায় করত, কারা তার নেপথ্যে রয়েছে, আমরা তাদের নাম পেয়েছি। তার বক্তব্য নোট করছি। যারাই সেসব অবৈধ কাজে জড়িত ছিল তাদেরই গ্রেফতার করা হবে।
গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় হারুন-অর-রশিদ আরো বলেন, প্রযোজক নজরুল ইসলাম রাজ একজন লেখাপড়া না জানা মানুষ। সে ছোট্ট একটা চাকরি করত। বিভিন্ন মডেলকে নিয়ে সে ঘরোয়া পার্টি করত। উচ্চবিত্তদের মডেল সাপ্লাই দিত। তার কাছ থেকেও আমরা তথ্য পেয়েছি। সবাইকে আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, গত বুধবার বিকালে পরীমণির বনানীর বাসায় প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে পরীমণিকে আটক করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র্যাব।
এরপর রাত সাড়ে ৮টার দিকে প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান শুরু করে র্যাব। পরীমণিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে র্যাব ওই অভিযানে যায় বলে জানান। রাজকে বনানীর বাসা থেকে রাত ১০টা ১৫ মিনিটের দিকে আটক করেন র্যাব সদস্যরা। রাজের বাসা থেকেও মাদক ও পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম উদ্ধার করেন তারা। এরপর র্যাবের দায়ের করা মামলায় রাজ-পরী দুজনই রিমান্ডে আছেন।