পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জেলেনস্কির

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ রাশিয়ার সামরিক অভিযান বন্ধে সরাসরি আলোচনায় বসতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাগিদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলনস্কি। ইউক্রেনে সামরিক সহায়তা বাড়াতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার সুরক্ষাবলয়ের মধ্যে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলেনস্কি।

ওই সময় তিনি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বলেন, পুতিনের সামরিক আগ্রাসন সফল হলে ইউরোপের বাকি দেশগুলোর দিকে নজর দেবে রাশিয়া।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে চলা রুশ সামরিক অভিযানের অষ্টম দিন জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলাপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

Finnish leaders condemn Russia attack on Ukraine | News | Yle Uutiset

তিনি বলেন, বিষয়টি এমন নয় যে, আমি পুতিনের সঙ্গে কথা বলার কথা ভাবছি। পুতিনের সঙ্গে কথা বলা দরকার আমার। বিশ্বের পুতিনের সঙ্গে কথা বলা প্রয়োজন। এ যুদ্ধ বন্ধে এর কোনো বিকল্প নেই।

রাশিয়ার প্রেসিডেন্টের উদ্দেশে জেলেনস্কি বলেন, আপনি আমাদের কাছে কী চান? আমাদের ভূখণ্ড ছেড়ে দিন। আমার সঙ্গে বসুন, মাত্র ৩০ মিটার দূরে।

এদিকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে বেলারুশে শান্তি আলোচনায় বসে ইউক্রেন ও রাশিয়া। এতে দুই দেশ মানবিক করিডোর স্থাপনে সম্মত হয়। এ করিডোরের মাধ্যমে ইউক্রেনের সংঘাতপূর্ণ এলাকা ছাড়তে চাওয়া লোকজন নিরাপদে গন্তব্যে যেতে পারবেন।

SHARE THIS ARTICLE