পুরুষ

পুরুষ
“সৈয়দা সুলতানা রুমা”

পুরুষ তুমি বড় বীর নারীর কাছে আসলে।।
সুযোগ বুঝে দ‍ৌড়ে পালাও নারী ভালো বাসলে।।
ভালোবেসে ঘরে এনে ভুলে যাও প্রেম!!
যৌতুক হয় ভালোবাসা নারী তখন ফ্রেম!!
নিজের কামাই কষ্ট সকল ঝাড় নারীর উপর,,
অপর লোকের কথায় আবার নারীকে করো পর।।
হিসেব -নিকেশ কষতে যখন বসো টেবিলে,,
তখন ও যে নারীই দোষী চোখ উঠাও কপালে!!
নাম মাত্র দায়িত্বতেই এতো অহংকার??
গর্জন আর চেঁচামেচি সাথে হুংকার।।
দাপট তোমার সকল কাজে তুমিই মহারাজা,,
অভিনয়ে ও দারুণ পটু দিতে নারীর সাজা।।
আপনজনের প্রতি নারীর বেজায় রাগ তোমার,,
তাঁদের মান ও হরণ করো গোষ্ঠীসহ সবার।।
আসল বীর ও আছে দেখো তোমার চারিদিকে,,
সম্মানিত করে তারা নারী জাতিকে!!
নারীর কদর করে তুমি বাড়াও নিজের মান,,
চক্ষু বুজে দেখো খুঁজে নারীর অবদান।।
একাই দোষী নারীরা বুঝি তুমি বড়ই নির্দোষ!!
ভাবতে বসে একাই হাসি হয় যে আফসোস।
সুখের আশা নিয়ে নারী আসে তোমার ছায়ায়,,
বুক ভরে দাও সেই নারীদের নির্যাতনের মায়ায়।।
নিজের ভুল খুঁজে দেখো সুধরিয়ে নাও এবার,,
বিধাতার আদেশ মানো গড় সুখের সংসার।

SHARE THIS ARTICLE