প্যারাসিটামল বেশি খেলে ফল হতে পারে মারাত্মক! পার্শ্বপ্রতিক্রিয়াগুলি জেনে নিন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ প্যারাসিটামল বেশি খেলে ফল হতে পারে মারাত্মক! পার্শ্বপ্রতিক্রিয়াগুলি জেনে নিনকোভিডের তৃতীয় ঢেউয়ে ঘরে ঘরে সর্দি কাশির ধুম। আর এমন হলেই বরাবরের মতো প্যারাসিটামলকেই বেছে নিচ্ছেন মানুষ। ডাক্তারের কাছে যাওয়ার আগে বা কোভিড পরীক্ষা করার আগেই দিনে একাধিকবার প্যারাসিটামল খেয়ে কমাতে চাইছেন তাপমাত্রা। ডোলো ৬৫০ ব্র্যান্ডের এই সমস্ত ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

চিকিত্‍সকরা বলছেন, এই ট্যাবলেটগুলির একাধিক গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যা কোনও কোনও ক্ষেত্রে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বমি বমি ভাব, নিম্ন রক্তচাপ, ক্লান্তি, মাথা ঘোরা, বার বার ঘুম পাওয়া, গা ম্যাজম্যাজে ভাব, গলা শুকিয়ে যাওয়া এমন অনেক টুকটাক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ডোলো-৬৫০তে।

তবে এগুলি সাধারণ। গুরতর কিছু সমস্যাও হতে পারে এই ওষুধে। প্যারাসিটামল অত্যধিক খেলে কমে আসতে পারে হার্টবিট। ফুসফুসে সংক্রমণ, ভোকাল কর্ড ফুলে যাওয়া, শ্বাসকষ্ট পর্যন্ত শুরু হতে পারে এই ট্যাবলেটে। তাছাড়া স্নায়ুর ক্ষতিও করতে পারে এই ডোলো-৬৫০। অস্বাভাবিক বাড়িয়ে দিতে পারে হার্টবিটের মাত্রা।

সাধারণ জ্বর, সর্দি-কাশি, কিংবা ঠান্ডা লাগার ক্ষেত্রে প্যারাসিটামলের জুড়ি নেই। কোনও কোনও সময় আবার পেইন কিলার হিসেবেও এই ট্যাবলেট খেয়ে থাকেন কেউ কেউ। তবে কখনওই এই ট্যাবলেট প্রয়োজনের অতিরিক্ত খাওয়া যাবে না। চিকিত্‍সকরা তা নিয়ে বারবার সাবধান করছেন।
SHARE THIS ARTICLE