প্রধানমন্ত্রীর সাথে রওশন এরশাদ ও জি এম কাদেরের সাক্ষাৎ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার শারীরিক খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়া প্রধানমন্ত্রী পৃথিবীর যেকোনো দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎকালে রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদও উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টিতে রওশনপন্থি নেতা হিসেবে পরিচিত ইকবাল হোসেন রাজু বলেন, ‘বেগম রওশন এরশাদ ও সংসদ সদস্য সাদ এরশাদ বেলা ১১টায় ঢাকার ওয়েস্টিন হোটেল থেকে গণভবনে যান। তারা ৩টায় ফিরে আসেন। শুনেছি যে জি এম কাদেরও সেখানে উপস্থিত ছিলেন।’

SHARE THIS ARTICLE