প্রধানমন্ত্রী সম্মতি দিলেই বেগম জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়বে

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসার জন্য  মুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয় গত  ২ সেপ্টেম্বর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামত চেয়ে ফাইলটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর আইনমন্ত্রী আনিসুল হক তার মতামত দিয়ে ৭ সেপ্টম্বর ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠান।

আইনমন্ত্রী শনিবার ডিবিসি টেলিভিশনকে বলেন, আমি সাজা স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়ানোর সুপারিশ করেছি। এখন এটা প্রধানমন্ত্রীর বিবেচনাধীন।

বিধি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিলেই বেগম জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ চতুর্থবারের মতো বাড়বে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এরপর শুরু হয় তার কারাজীবন।

২০২০ সালের মার্চে করোনা মহামারী শুরু হলে সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে তার দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেয়। প্রথম দফা মুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত বছরের ২৫ আগস্ট পরিবারের পক্ষ থেকে বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার তার স্থায়ী মুক্তি চেয়ে আবেদন করেছেন।  এই আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার দ্বিতীয় দফায় গত বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ছয় মাস এরপর চলতি বছরের ২৫ মার্চ থেকে বিএনপি চেয়ারপারসনের মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ায়।

SHARE THIS ARTICLE