প্রবাসীদের ইকামা-ভিসার মেয়াদ বাড়াচ্ছে সৌদি আরব

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ

ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ইকামার (বসবাসের অনুমতি) মেয়াদ বাড়াচ্ছে সৌদি আরব। একইসঙ্গে ভিসার মেয়াদও আগামী ২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পর বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এতে নিজ নিজ দেশে গিয়ে আটকা পড়েছেন অনেক প্রবাসী। তাদের জন্য বিনা মূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দিল দেশটি।

আটকেপড়া প্রবাসীদের ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি | eNews Bangladesh

সৌদি গেজেট বলেছে, বাদশা সালমানের নির্দেশনায় অর্থ মন্ত্রণালয় বিনা মূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে। দেশের নাগরিক ও বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের অর্থনৈতিক ক্ষতি প্রশমনে ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এটা করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, সৌদি আরবের জাতীয় তথ্যকেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করা হবে বলে পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) জানিয়েছে।

SHARE THIS ARTICLE