আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ এক কোটির মতো প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রবাসীরা দেশে এলে নানাভাবে হয়রানির শিকার হন। তাদের জমি বেদখল হয়ে যায়, সহজে ম্যারেজ সার্টিফিকেট ও পাসপোর্ট পান না। ডিসিদের কাছে তাদের বিষয়ে তথ্য চাওয়া হলে পর্যাপ্ত তথ্য মেলে না।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী আয়োজিত ডিসি সম্মেলনে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তৃতীয় ও শেষ দিনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পাসপোর্ট বানাই না, এনআইডিও বানাই না। বিদেশে যেসকল বাংলাদেশিরা অবস্থান করছেন তাদের এসব অনেক কাগজপত্র প্রয়োজন হয়। তারা এসব প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তখন আমরা তাদের সহায়তা করতে চাই। কিন্তু এ কাজে সংশ্লিষ্ট ডিসি অফিস থেকে কোনো সহযোগিতা পাই না। প্রবাসীদের বিষয়টি মাথায় রেখে এসব কাজ ত্বরাণ্বিত করতে হবে।
তিনি আরও বলেন, অনেক সময় স্থানীয়ভাবে যে কাজ করতে পারে, সেটা না করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়, এটা ঠিক নয়। এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।’
মোমেন বলেন, দেশে এলে প্রবাসীদের হয়রানি বন্ধ করতে হবে। জেলা প্রশাসকরা যাতে প্রবাসীদের সেবা দেন, তারা যাতে হয়রানি না হয় সেজন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করতে হবে।
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে দীর্ঘ আড়াই বছর পর জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের জন্য ১৮, ১৯ ও ২০ জানুয়ারি দিনক্ষণ নির্ধারণ করে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। করোনার কারণে গত ১৮ জানুয়ারি ভার্চুয়ালি ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।