প্রেমের টানে কোরিয়ান যুবক বাংলাদেশে, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ তরুণীর প্রেমে পড়ে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন জে. মিঙ্গি নামে দক্ষিণ কোরিয়ার এক তরুণ। শুক্রবার (২২ নভেম্বর) ঢাকার সাভারে হয়ে গেল তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনা।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের তরুণ জে. মিঙ্গির সঙ্গে চার মাস আগে অনলাইনে পরিচয় হয় সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার মো. রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন।

গত ১ নভেম্বর প্রেমের টানে সাভারে চলে আসেন জে. মিঙ্গি। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে সুমাইয়ার সঙ্গে আবদ্ধ হন বিবাহবন্ধনে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা। যুগলের জন্য জানান শুভকামনা।

কন্যার ভিনদেশি তরুণের সঙ্গে বিয়ে হওয়ায় আনন্দিত সুমাইয়ার বাবা-মাসহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল। ভাঙা বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানান কোরিয়ান তরুণ।

বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া আমন্ত্রিত অতিথিরা হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে চার হাত এক হওয়া তা আজীবন অটুট থাকুক, এমনটিই প্রত্যাশা তাদের।

SHARE THIS ARTICLE