প্রেসিডেন্ট বাইডেন অভিবাসন সংক্রান্ত সমস্যার মুখে

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ প্রেসিডেন্ট বাইডেন, প্রতিদিন এখন, দক্ষিণ আমেরিকা থেকে আসা শরণার্থীদের অভিবাসন সমস্যার মুখোমুখি হচ্ছেনI বর্তমানে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে যে বিশাল আকারের শরণার্থীর আগমন ঘটছে, তার প্রতিকার খুঁজতে তিনি বুধবার, মন্ত্রিসভা ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেনI

প্রেসিডেন্ট বাইডেন, বর্তমানে শুধু রিপাব্লিকানদের নয়, তাঁর নিজের দলের সতীর্থদেরও অব্যাহত চাপের মুখেI তাঁরা গুয়াতেমালা,হন্ডুরাস ও সালভাদোর থেকে আসা,এসব শরণার্থীদের অভিবাসন সমস্যার সমাধান চেয়েছেনI

আজ বৃহস্পতিবার, প্রেসিডেন্ট বাইডেন, সাংবাদিকদের অভিবাসন সম্পর্কিত প্রশ্নের জবাব দেবেন বলে অনুমান করা হচ্ছেI

SHARE THIS ARTICLE