
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মেসির পিএসজিতে যাওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে সেটাই সত্যি হতে হয়েছে। ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সাড়তে প্যারিসে পৌঁছেছেন লিওনেল মেসি।
এরই মধ্যে পিএসজি’র সঙ্গেই চুক্তিও চূড়ান্ত হয়েছে লিওনেল মেসির। দুই বছরের জন্য এই চুক্তি করলেন আর্জেন্টাইন তারকা। সেখানে মেসির বেতন হবে বছরে ৩৫ মিলিয়ন ইউরো (প্রায় ৩৫০ কোটি টাকা)।
এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, পিএসজির সঙ্গে মেসির চুক্তির এখন আনুষ্ঠানিক ঘোষণা খুব দ্রুতই ঘোষণা চলে আসবে। তবে দুই বছরের চুক্তি হলেও এটাকে তিন বছরের করে ফেলতে পারবেন মেসি। আজই প্যারিসে যাচ্ছেন মেসি। সেখানে তিনি চুক্তিপত্রে স্বাক্ষর করবেন। এরপরই নিজেদের খেলোয়াড় হিসেবে মেসিকে উপস্থাপন করবে পিএসজি।
এদিকে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিসিও রোমানো’র দেওয়া তথ্য অনুযায়ী, পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির বাইরে আরও এক বছর রাখবেন মেসি। এরপর যদি ইচ্ছে করেন তাহলে আরও এক বছর সেখানে খেলতে পারবেন তিনি। পিএসজির সঙ্গে সব মিলিয়ে চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত।
এর আগে রোববার ন্যু ক্যাম্পে কান্নাজড়িত কণ্ঠে যে সংবাদ সম্মেলন করেছিলেন মেসি, সেখানেই এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, সম্ভবত পিএজিই হচ্ছে পরবর্তী গন্তব্য। যদিও নিশ্চিত নয়। কাউকে নিশ্চয়তা দেননি। বৃহস্পতিবার বার্সেলোনার বিবৃতি প্রকাশের পর থেকেই অনেকে যোগাযোগ করছেন। অবশেষে মেসির সে কথাই সত্য হলো। ফরাসী ক্লাবটিতেই যোগ দিচ্ছেন তিনি।
দীর্ঘ ২১ বছরের ক্লাব ক্যারিয়ারের পর বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় মেসি। ক্লাবের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে সবকিছু চূড়ান্তই থাকলেও তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অর্থনৈতিক বাধ্যবাধকতা। পরে এক আনুষ্ঠানিক ঘোষণায় কাতালান ক্লাবটি জানায়, মেসি আর থাকছেন না তাদের ক্লাবে। এরপর মেসিও নিজে থেকে ক্লাবকে বিদায় জানান।
প্রসঙ্গত, পিএসজিতে গিয়ে ঘনিষ্ঠ বন্ধু নেইমারের সঙ্গে আবারও জুটি বাধতে যাচ্ছেন মেসি। একই সঙ্গে সতীর্থ হিসেবে তিনি পাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। সে সঙ্গে বর্তমান সময়ের তরুণ সেনসেশন কিলিয়ান এমবাপে এবং সাবেক শত্রু সার্জিও রামোসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন তিনি।