ফিচার – করোনা ভাইরাস এবং মানব জাতির ভবিষ্যত

সামীর রূহানী, বাংলাদেশঃ করোনা বিপর্যস্ত পরবর্তী বিশ্বের অর্থনীতি রাজনীতি সবকিছুর বিষ্ময়কর পরিবর্তন হতে যাচ্ছে । ইতিমধ্যে চীন নর্থ আমেরিকার অর্থনীতিকে ছাড়িয়ে সারা বিশ্বের অর্থনৈতিক জায়েন্টে রূপান্তরিত হয়েছে । এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের আধিপত্যের দিন শেষ হয়ে আসছে । কারণ রাশিয়া চীন ইরান মিলে ডলারের পরিবর্তে নতুন এক অর্থ ব্যবস্থার প্রবর্তন করতে যাচ্ছে যেটা স্বর্ণের বার দ্বারা নিয়ন্ত্রণ করা হবে । আর এই অর্থ ব্যবস্থা সর্বপ্রথম লিবিয়ার লৌহ মানব মুয়াম্মার গাদ্দাফি করার চেষ্টা করেছিলো যার কারণে মার্কিন সম্রাজ্যবাদীদের হাতে তার পতন হয়েছিলো । ইতিমধ্যে রাশিয়া চীন ইরান ভেনিজুয়েলা তাদের বানিজ্যিক লেনদেনে ডলারের ব্যবহার বন্ধ করে দিয়েছে । মধ্য প্রাচ্যে আরব বসন্তের পরে মিডল ইস্ট নিয়ন্ত্রণে এখন কাতারের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে ।

The Pandemic World | Wall Street International Magazine

কারণ ইজরায়েলের সাথে সখ্যতা রক্ষা ও ইয়েমেনে মুসলিমদের বিরুদ্ধে আগ্রাসন আর ফিলিস্তিনের স্বার্থ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কারণে সৌদি আরবের প্রতি মুসলিম বিশ্বের মান্যতা অধিনস্থতা সবকিছু নষ্ট হয়ে গিয়েছে । এছাড়া সৌদির তেলের মজুদ শেষ হয়ে যাচ্ছে এবং তাদের অর্থনীতি বৈদেশিক ঋণে জর্জরিত হয়ে গেছে যার কারণে তারা আর মধ্য প্রাচ্যে ঠিক ভাবে প্রভাব বিস্তার করতে পারছে না । সামনে 2023 সালে তুরস্কের উপর থেকে ঐতিহাসিক কুখ্যাত লুজান চুক্তি শেষ হবার পরে সৌদি মক্কা মদিনার উপর থেকেও নিয়ন্ত্রণ হারাতে পারে । 2023 লুজান চুক্তির মেয়াদ শেষ হলে তুরস্ক সর্বপ্রথম তাদের ইউরেশিয়ার কৃষ্ণ সাগরের বসফরাস প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সমগ্র এশিয়া ও ইউরোপের অর্থনীতি দখল করবে । তারপর তারা গ্যাস এবং তেল উত্তোলন করে সারা বিশ্বের অর্থনীতির উপর আধিপত্য বিস্তার করবে । এমন সময় তুরস্ক যদি ন্যাটো জোট থেকে বের হয়ে এসে বিশ্বের নতুন পরাশক্তি হিসাবে আবির্ভাব ও সমগ্র মুসলিম বিশ্বের বাদশাতে রূপান্তরিত হয় আমি তাতে অবাক হবো না কারণ আমার রাজনৈতিক দর্শন সেটাই বলছে । এদিকে ইরান সম্প্রতি আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা থেকে পরিত্রাণ পেয়েছে যেটা মধ্যপ্রাচ্যের ইসলামী বিপ্লবকে আরো শক্তিশালী করবে । ভবিষ্যতে ইরান তুরস্ক আর কাতার ঐক্যবদ্ধ হয়ে মিডল ইস্টকে পরিপূর্ণ ভাবে নিজেদের দখলে আনবে । বর্তমান এই পৃথিবী রাজনৈতিক ভাবে দুই ভাগে বিভক্ত হতে যাচ্ছে । প্রথম জোটে থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ফ্রান্স দক্ষিণ কোরিয়া জার্মানি মিশর ইজরায়েল সৌদি আরব আমিরাত জাপান ইন্ডিয়া সহ তাদের অধিনস্থ রাষ্ট্র সমূহ । আর দ্বিতীয় জোটে থাকবে রাশিয়া চীন তুরস্ক ইরান উত্তর কোরিয়া আলজেরিয়া নাইজেরিয়া পাকিস্তান ফিলিস্তিন লেবানন কাতার সহ তাদের অধিনস্থ রাষ্ট্র সমূহ । এখন বাংলাদেশ কোন ব্লকে সংযুক্ত হবে সেটা সময়ই বলে দিবে । পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রীয় নেতারা সবাই তৃতীয় বিশ্ব যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিন্তু আমরা পৃথিবীর সমস্ত মানুষ সবাই শান্তি চাই যুদ্ধ চায় না । এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের প্রতিটা জাতির প্রতিটা ধর্মীয় বিশ্বাসের জন্য কর্তব্য । ধন্যবাদ ।।।

SHARE THIS ARTICLE