ফেনীতে অপহৃত মাদরাসাছাত্রী গাজীপুরে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ফেনীর সোনাগাজী থেকে অপহৃত মাদরাসাছাত্রীকে (১৭) ৩ দিন পর গাজীপুরের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী মো. ইয়াছিনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর এলাকার বাসা থেকে ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এর আগে, সোমবার মাদরাসা থেকে পরীক্ষা শেষে ভাই ও চাচাতো বোনের সঙ্গে বাড়ি ফেরার পথে উপজেলার একটি এলাকা থেকে ওই ছাত্রী অপহরণের শিকার হয়।

এ ঘটনায় ছাত্রীর বাবা হাফেজ উল্যাহ বাদী হয়ে উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার ফয়েজ আহাম্মদের ছেলে মো. ইয়াছিন, তার সহযোগী সিএনজিচালক আবদুল খালেকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর গত মঙ্গলবার দুপুরে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর এলাকা থেকে সিএনজিচালক আবদুল খালেককে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অপহরণের শিকার ওই ছাত্রী উপজেলার স্থানীয় একটি মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। ওই ছাত্রীকে মাদরাসায় আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন উপজেলার নাজিরপুর এলাকার মো. ইয়াসিন। সোমবার সকালে পরীক্ষা দিতে ওই ছাত্রী তার ভাই ও চাচাতো বোনের সঙ্গে মাদরাসায় যায়। পরীক্ষা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে ইয়াসিনসহ কয়েকজন তাদের গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা ওই ছাত্রীর ভাই ও চাচাতো বোনকে মারধর করে জোর করে অটোরিকশা থেকে তাকে নামিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার এসআই মো. জাহিদ হাসান জানান, মামলা দায়েরের পর গ্রেফতার আবদুল খালেকের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের জন্য মঙ্গলবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালান। কিন্তু সফল হতে পারেননি। পরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুধবার রাতে ইয়াছিনের অবস্থান নিশ্চিত হন।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলার শ্রীপুরের একটি বাসায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে বাঁধা অবস্থায় উদ্ধার ও ঘুমন্ত অবস্থায় ইয়াছিনকে গ্রেফতার করা হয়। রাতেই তাদেরকে থানায় নিয়ে আসা হবে। এরপর ঘটনার মূল রহস্য উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। শুক্রবার ফেনী জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা শেষে তাকে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. ইমাম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার ইয়াছিনকে শুক্রবার আদালতে হাজির করা হবে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

SHARE THIS ARTICLE