ফেনীতে করোনা ও উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। তারা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১২৪ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৩৪ জন করোনা পজিটিভ। বাকি ৯০ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন।

জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৪ জন শনাক্ত হয়েছেন। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৩৬ জন আর সুস্থ হয়েছেন সাত হাজার ৪১৪ জন।

SHARE THIS ARTICLE