ফেনীতে বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন সাড়ে ৩৩ হাজার কৃষক

নুর উল্লাহ কায়সার, ফেনী: ফেনীতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৩ হাজার ৭৭৮ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে সরকার। কর্মসূচি বাস্তবায়নে জেলায় সার ও বীজ ক্রয় বাবদ ১ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ  দেয়া হয়েছে। এছাড়া ৫ জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় জেলায় ৮৭৮টি প্রদর্শনী বাস্তবায়ন কাজ  চলমান।সরকারি প্রণোদনা কৃষকের হাতে হাতে পৌঁছে যাওয়ায় এরই মধ্যে ফসল উৎপাদনে মনোযোগী হয়ে উঠেছেন কৃষক।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে ফেনীতে শীতকালীন তেল জাতীয়  ফসল উৎপাদনের জন্য প্রণোদনা দিতে ৭০ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেয় সরকার। এর আলোকে জেলায় নির্বাচিত ৭ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার এবং বীজ বিতরণ করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রণোদনার বীজ ও সার পেয়ে জেলায় ২ হাজার ৫০০ বিঘায় সরিষা, ৪০০ বিঘায় গম, ১  হাজার বিঘা করে ভুট্টা, সূর্যমুখী, মসুর, খেসারি চাষাবাদ শুরু হয়েছে। তবে ৫০০ বিঘা করে চিনাবাদাম ও মুগ চাষাবাদের জন্য প্রাপ্ত প্রণোদনা উপযুক্ত আবহাওয়া না থাকায় এখনো বিতরণ করা হয়নি।

আমনে রঙিন কৃষকের মাঠ

ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন ভৌমিক জানান, তেল জাতীয়  ফসল বৃদ্ধির আওতায় প্রত্যেক চাষীকে ২০ কেজি বীজ ও ২০ কেজি সার দেয়া হয়েছে। একইভাবে ভুট্টা চাষের জন্য প্রতি কৃষককে ২ কেজি বীজ ও ৩০ কেজি সার, সরিষার জন্য ১ কেজি বীজ ও ২০ কেজি সার, সূর্যমুখীর জন্য ১ কেজি বীজ ও ২০ কেজি সার, চিনাবাদামের জন্য ১০ কেজি বীজ ও ১৫  কেজি সার, মুগের জন্য ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার, মসুরের জন্য ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার,  খেসারির জন্য ৮ কেজি বীজ ও ১৫ কেজি সার বিনামূল্যে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের মাঝে বিতরণ করা  হচ্ছে। 

একই মৌসুমে বোরো উৎপাদন বাড়াতে আরেকটি প্রকল্পে সরকার ২৩ লাখ টাকা ব্যয়ে ৪ হাজার কৃষককে  এ প্রণোদনা দিচ্ছে। এ প্রকল্পের আওতায় প্রতি কৃষক ৫ কেজি বীজ ও ২০ কেজি করে দুই ধরনের সার বিনামূল্যে পাচ্ছেন।

এদিকে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন জানান, রবি মৌসুমে ২০২১-২২ অর্থবছরে ফেনীতে তেল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করতে ৮৭৮টি প্রদর্শনী বাস্তবায়ন হচ্ছে। দেশে নতুন আবিষ্কৃত জাত সম্পর্কে কৃষককে ধারণা দেয়া ও এসব ফসলে উৎপাদনে আগ্রহী করে তুলতেই প্রদর্শনী বাস্তবায়ন করছে সরকার। প্রদর্শনীতে কৃষককে জমি ছাড়া বীজ, সার ও আনুষঙ্গিক সব ব্যয় প্রকল্প থেকে দেয়া হয়।

ফেনী জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক তারিক মাহমুদুল ইসলাম জানান, দেশে খাদ্য ঘাটটি 

নিরসন ও মজুদ নিশ্চিতকরণে সরকার ফসল উৎপাদনে এবার ব্যাপক প্রণোদনা কর্মসূচি হাতে নিয়েছে।

প্রণোদনার সার ও বীজ বিতরণ এবং ৫ জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনীসহ জেলায় অন্তত ৩৩ 

হাজার ৭৭৮ জন কৃষককে সরকার প্রণোদনার আওতাভুক্ত করেছে।

SHARE THIS ARTICLE