
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ফেনী শহরের তাকিয়া রোডে দুইজনকে চাপাতি দিয়ে কুপিয়ে ১৩ লাখ ৯২ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আহত দুই ব্যক্তি ফেনীর সম্রাট অটো মিলের কর্মচারী।
সম্রাট অটো মিলের মালিক তাজউদ্দিন সম্রাট জানান, শহরের বড় বাজার থেকে পাওনা টাকা সংগ্রহ করে কারখানায় ফিরছিলেন জসিম উদ্দিন ও মিন্টু পাল নামে তার দুই কর্মচারী। রাত ৮টার দিকে তারা তাকিয়া রোডে পৌঁছলে কয়েকজন যুবক তাদের এলোপাতাড়ি কুপিয়ে ১৩ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। তখন আহত জসিম ও মিন্টুকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। আশা করি, শিগগির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।