ফেনীর দক্ষিন কাশিমপুরে স্টার লাইন ফুড প্রডাক্ট ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন (ভিডিও)

এ,কে,আজাদ-আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুড প্রডাক্ট ফ্যাক্টরিতে বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় আগুন লাগার ঘটনা ঘটে। 
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।  ফেনী ফায়ারস্টেশনের ডিউটিম্যান রাকিব সরকার আইরিশ বাংলাপোষ্টকে জানান, রাত ১২টা ১০ মিনিটে কাশিমপুরের স্টার লাইন ফুড প্রডাক্ট ফ্যাক্টরিতে আগুন লাগে। কারখানার প্যাকেট গোডাউন থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। বাংলাদেশ সময় রাত ৩টা ৩০ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় ফায়ার সার্ভিসের ফেনী-নোয়াখালী ও কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্টার লাইন ফুড প্রডাক্ট ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকরা জানান, এখানে দুই সহস্রাধিক শ্রমিক কাজ করেন, কারখানার নাইট শিফটে প্রায় পাঁচশতাধিক ’শ্রমিক কাজ করছিল। আগুনের সংবাদ শুনে তারা ফ্যাক্টরি থেকে যে যেভাবে পেরেছে বের হয়ে গেছে। ভেতরে কোনো শ্রমিক আটকে পড়ার খবর এখনও জানা যায়নি।

এক প্রশ্নের জবাবে রাকিব জানান, ওই ফ্যাক্টরিতে বিস্কুট, চানাচুরসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করা হতো। ফ্যাক্টরিতে শ্রমিকরাও থাকত। তবে তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা বা ফ্যাক্টরির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা মুশকিল। 

বিশ্বস্ত সুত্রে জানা যায়, ইতি পূর্বে ছোট খাটো বেশ কয়েকবার আগুন লেগেছিল স্টার লাইন ফুড প্রডাক্ট ফ্যাক্টরিতে।

SHARE THIS ARTICLE