ফ্রান্সে অনিয়মিত অভিবাসীকে গুলি করে হত্যা

প্রসিকিউটর আরো জানায়, এ ঘটনায় একই শিবিরে বসবাসরত দ্বিতীয় আরেকজন ব্যক্তিও আহত হয়েছেন। তবে তিনি এখন শঙ্কামুক্ত।

পুলিশ সূত্রের মতে, আহত ব্যক্তি একজন ৩৩ বছর বয়সি ইরাকি অভিবাসী। তার হাতে গুলি লেগেছিল। ওই একই সূত্র ইঙ্গিত দিয়েছে, নিহত ব্যক্তির বুকে গুলি করা হয়েছছে।

অভিবাসী নিহত ও গুলাগুলির ঘটনায় একটি বিচারিক তদন্ত শুরু হয়েছে। তদন্তের ভার ফরাসি জুডিশিয়াল পুলিশের কাছে ন্যস্ত করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

উত্তর ফ্রান্সে সক্রিয় অভিবাসন সংস্থা সালাম অ্যাসোসিয়েশন অস্থায়ী শিবিরের আসা লোকেদের সহায়তা করে। সংস্থাটির দায়িত্বরত ক্লের মিলো বলেন, বর্তমানে এই এলাকার অস্থায়ী ক্যাম্পে অনিয়মিত অভিবাসীদের সংখ্যা আনুমানিক ৫০০ থেকে ৬০০ জন।

উল্লেখ্য, ২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত উত্তর ফ্রান্সের বিভিন্ন জায়াগায় স্থাপিত অস্থায়ী ক্যাম্পে অভিবাসীদের মধ্যে সংঘর্ষে তিন জনের মৃত্যু এবং ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে৷

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশসহ ভারত ও আলবেনিয়ার অনেক নাগরিক উত্তর ফ্রান্স উপকূল ব্যবহার করে অনিয়মিত উপায়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করেন৷

ফরাসি সরকার উত্তর ফ্রান্সে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে৷ এ অঞ্চলে অস্থায়ী ক্যাম্প স্থাপন নিষিদ্ধ করার পাশাপাশি অস্থায়ী শিবির উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়৷ তবে অপেক্ষমান ব্যক্তিদের কেউ ফ্রান্সে আশ্রয় আবেদন করতে চাইলে সেক্ষেত্রে তাদের সরকারি আবাসনসহ যাবতীয় সুবিধা দেয়া হয়৷

SHARE THIS ARTICLE