বঙ্গে রঙে ফাগুন

বঙ্গে রঙে ফাগুন

কামরুন নাহার রুনু

ভাবছি বসে বাতাস এমন দস্যি কেন?
পাখপাখালি মনের সুখে ডাকছে কেন?
সবুজ পাতার সতেজ ছায়ায়
ফাগুন এসে আগুন জ্বালায়
ফাগুন এলো মাতাল হাওয়া বনে
ফাগুন এলো শীর্ণ ডালের সনে।
কোকিল ডাকে কুহু-কুহু তানে
ফাগুন এলো এই খবর সে জানে
ফাগুন এলো মাঘের কাঁপন শেষে
ফাগুন এলো মন ভোলানো বেশে!
ফাগুন এলো জ্যোৎস্না-মাখা রাতে
ফাগুন এলো প্রেমের জোয়ার সাথে।
ফাগুন এলো রাঙামাটির পথে
ফাগুন এলো গোধুলি দিগন্ততে!
ফাগুন এলো আম্র মুকুল ঘ্রাণে
ফাগুন এলো তোমার আমার প্রাণে!
ফাগুন এলো শিমুল-পলাশ রঙে
ফাগুন এলো রূপে ভরা এই বঙ্গে।
ফাগুন আসে প্রজাপতির ডানায়
ফুলে ফুলে অলি সেই খবরটা জানায়
ফাগুন আসে রক্তিম ভাষার বর্ণে
এসো শব্দ বুনি মায়ের হাসির জন্যে।
মুক্ত মনটা বাঁধতে চায় যদি কেউ খাঁচায়,
জানো তুমি ফাগুন এসে রক্ত তখন নাচায়।
………….
১৪ ফেব্রুয়ারি, ২০২১

SHARE THIS ARTICLE