আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ এছাড়া ১ হাজার ৭৩টি ইউনিয়নে বন্যায় বিভিন্ন মাত্রার ক্ষয়ক্ষতি হয়েছে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬০ হাজার ২৯১ জন। শনিবার তথ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য বিবরণীতে এই হিসাব জানানো হয়। [৩] বন্যাকবলিত এলাকাগুলো হলো- ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মাণিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ।
[৪] ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকার ৪ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। এরমধ্যে বিতরণ করা হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ৭ শ টাকা। শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৮৯ লাখ ৬৩ হাজার ৮৫৬ টাকা। গো খাদ্য কেনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি ৮৮ লাখ টাকা এবং বিতরণের পরিমাণ ১ কোটি ৭৬ লাখ ৩৯ হাজার টাকা। [৫] এছাড়া ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে ৩০০ বান্ডিল। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল, গৃহ মঞ্জুরি বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ৯ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে ৩ লাখ টাকা।