আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বিবিসির প্রতিবেদনে শুক্রবার (১৪ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
লিজ ট্রাস আজ মিনি-বাজেটের কিছু অংশে ইউ-টার্ন ঘোষণা করবেন এমন জল্পনা-কল্পনার মধ্যে অর্থমন্ত্রীকে বরখাস্তের খবরটি এলো।
বরখাস্তের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কোয়াসি কোয়ার্টেং। এক টুইটে তিনি বলেন, প্রধানমন্ত্রী লিজ ট্রাস তাকে সরে যেতে বলেছেন। কোয়ারতেং বলেন, আপনি আমাকে অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন। আমি তা মেনে নিয়েছি।
অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বড় ধরনের কর ছাড়ের ঘোষণা দেন কাওয়াসি কোয়ারতেং। বলা হচ্ছিল, এটা ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ কর ছাড়। দেশটির আয়করের সর্বোচ্চ হার হচ্ছে ৪৫ শতাংশ, নতুন অর্থমন্ত্রী বলেছেন, এই হারে ছাড় দেওয়া হবে। সেই সঙ্গে জাতীয় বিমা পরিকল্প ও স্ট্যাম্প শুল্কেও ছাড় দেওয়া হবে।
লিজ ট্রাস প্রধানমন্ত্রী হওয়ার পর যুক্তরাজ্য সরকার প্রত্যাশামাফিক এই কর ছাড় ঘোষণা করে, যা সংক্ষিপ্ত বাজেট হিসেবেও পরিচিতি পেয়েছে। তবে ইতিমধ্যে অভিযোগ এসেছে, এই বাজেট ধনীবান্ধব। নতুন অর্থমন্ত্রী অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, সব শ্রেণির মানুষের কথা চিন্তা করেই এই বাজেট ঘোষণা করা হয়েছে। এই অর্থনৈতিক পরিকল্পনা পরিবর্তনের জন্য লিজ ট্রাস তার অর্থমন্ত্রীকে বরখাস্ত করেছেন।
বরখাস্ত হওয়া কোয়ার্টেং হলেন দেশটির দ্বিতীয় স্বল্পমেয়াদে দায়িত্ব পালন করা অর্থমন্ত্রী। এর আগে ১৯৭০ সালে দায়িত্ব পাওয়া অর্থমন্ত্রী লেইন মেকলোড ক্ষমতা গ্রহণের ৩০ দিন পরই হার্ট অ্যাটাকে মারা যান।
উল্লেখ্য, নতুন অর্থমন্ত্রী হিসেবে জেরেমি হান্টের নাম ঘোষণা করা হয়েছে।