
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচী দেওয়ায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর।
তিনি জানান, জারি করা আদেশ সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বসুরহাট পৌর এলাকায় কার্যকর হবে। ১৪৪ ধারা চলাকালে পৌর এলাকায় ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দলের গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র্যালি, শোভাযাত্রাসহ যে কোন ধরনের অনুষ্ঠান এবং প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে পৌর শহরে ৪ জনের বেশি লোক জমায়েত হতে পারবে না।
এদিকে, রাত ১০টার পর থেকে উপজেলার কবিরহাট-বুসরহাট, চাপরাশিরহাট-বসুরহাট ও দাগনভূঞা-বসুরহাট সড়কসহ উপজেলার বেশ কয়েকটি সড়কে গাছ ফেলে অবরোধ করে দুর্বৃত্তরা। এ সময় সিএনজিসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। পুরো উপজেলায় এখন থমথম অবস্থা বিরাজ করছে।