বাংলাদেশিদের সুখবর দিলো ওমান

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ নিয়ম মেনে ওমানের ভিসার জন্য আবেদন করলে মাত্র এক থেকে চার সপ্তাহের মধ্যে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করবে ঢাকার ওমান দূতাবাস।

দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত ক্যাটাগরিতে উপযুক্ত বিবেচিত হলে তারা তথ্য যাচাই-বাছাই করে সর্বোচ্চ চার সপ্তাহের মধ্যে ওমানের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে। এছাড়া ভিসা আবেদন গ্রহণ এবং ইস্যুর ব্যাপারে তারা রয়াল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে।

ঢাকার ওমান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে কিছু নির্দিষ্ট শ্রেণীকে অব্যাহতি দিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ফ্যামিলি ভিসা ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোয় বসবাসরত বাংলাদেশী নাগরিকদের ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক ও বিনিয়োগকারীদের ভিসার ওপর থেকেও। অফিশিয়াল ভিসা ও আর্থিক সক্ষমতাসম্পন্ন পর্যটকদের ভিসাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

SHARE THIS ARTICLE