আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বাংলাদেশের শতভাগ হেরিটেজকে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের হেরিটেজ (ঐতিহ্য) বলে পরিচয় করিয়ে দিচ্ছে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন ও বাংলাদেশের বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি।
বাংলাদেশিদের হাতে তৈরি এবং শত বছর ধরে এদেশে ব্যবহৃত বাশ, বেত, মাটির জিনিসপত্রকে রোহিঙ্গাদের হেরিটেজ বলে বিশ্বে তুলে ধরছে তারা। মূলত বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রামের হেরিটেজকে রোহিঙ্গাদের হেরিটেজ বলে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে।
এসব হস্তশিল্প শত শত বছর ধরে তৈরি ও ব্যবহার করে আসছেন বাংলাদেশিরা। এগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি।
আসছে ২৫ সেপ্টেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও আইওএম যৌথভাবে বাংলাদেশি এসব শিল্পকে রোহিঙ্গাদের হেরিটেজ বলে পরিচয় করিয়ে দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, চার বছর আগে ২০১৭ সালের ২৫শে আগস্ট মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে প্রাণ নিয়ে পালিয়ে বাংলাদেশের টেকনাফ এবং উখিয়ার সীমান্তে আশ্রয় নেয় রোহিঙ্গারা। দীর্ঘদিন ধরে এসব রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক মহলে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।