বাংলাদেশি শিক্ষার্থীকে দেশ ছাড়ার নির্দেশ দিল ভারত

ভারতীতে অধ্যয়নরত বাংলাদেশের নাগরিক শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া

হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনের (সি.এ.এ) বিপক্ষে যুক্ত থাকার অভিযোগে এই

শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এ নির্দেশিকা পেয়ে ঐ শিক্ষার্থী অসুস্থ হয়ে

পড়েন। তিনি বলেন, ‘আমার সঙ্গে কেন এমন হলো? কি করব? বুঝে উঠতে পারছি না।’

এক সহপাঠী জানান, ‘সে একটু সুস্থ হলে আমরা কথা বলব এ নিয়ে কী করা উচিত।

তবে এটুকু বলতে পারি, এনআরসি বি’রোধী কোনো বি’ক্ষো’ভে সমর্থন দেওয়ার মতো ঘটনা ঘটেনি।’

জানা যায়, বাংলাদেশের কুষ্টিয়ার মেয়ে আফসারা আনিকা মিম বিশ্ব ভারতী

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। ২০১৮ সালে তিনি পড়াশোনার জন্য ভারতে যান।

জানা গেছে, সেখানে তিনি চারুকলায় পড়েন।

SHARE THIS ARTICLE