ওবায়দুর রহমান রুহেল দেশীয় ঐতিহ্যকে প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জানাতে বাংলাদেশী কমিউনিটি ইন ডোনেগাল আয়োজন করে বর্ণাঢ্য পিঠা উৎসবের। গতকাল মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় স্থানীয় লেটারকিনি কমিউনিটি সেন্টারে আয়োজনে এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান মজিদ তেলাওয়াত করেন জনাব খাঁন সুমন।
পিঠা উৎসবের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশী কমিউনিটি ইন ডোনেগালের সম্মানিত সভাপতি কাউন্টি ডোনেগালের বিভিন্ন জায়গায় থেকে পিঠা উৎসবে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আলোচনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন কমিউনিটির উপদেষ্টা জনাব রানা মিয়া। সংগীত পরিবেশন করেন মিসেস আফরিনা চৌধুরী , মিসেস মীনা খাঁন ও মিসেস ইসরাত মুন।অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশী কমিউনিটি ইন ডোনেগালের এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব শাকিল আহমেদ।
পিঠা উৎসবকে সুন্দর ও সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিসেস জেসমিন আরা, মিসেস ইসমাত চৌধুরী সীমা,মিসেস ইসরাত মুন, মিসেস মহসীনা কচি ও মিসেস মীনা খাঁন।
উৎসবে আমন্ত্রিত অতিথিরা ভাপা পিঠা, পাটি সাপটা, মুগ পাক্কন, কাটা পিঠা, সেমাই পিঠা, মুক সল্লা পিঠা, কলই পিঠা, ঝিনুক পিঠা, বিবি খানা পিঠা, ফুলি পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, নারকেল ফুল পিঠাসহ নানারকম পিঠা ঘুরে দেখেন। সবাই বিভিন্নরকম পিঠার স্বাদ গ্রহণ করেন।